fbpx

Goofi Play with Alphabet: পরিচিতি হোক সুন্দর আর সৃজনশীল

Goofi Play with Alphabet সিরিজটিতে মোট ৮ টি বই আছে। প্রতিটি বইয়ে ৩-৪ টি বর্ণ নিয়ে বিভিন্ন activity এর মাধ্যমে শিশুদের ইংরেজি বর্ণ এবং শব্দের প্রাথমিক ধারণা দেয়া হয়েছে। পুরো সিরিজটি নিয়ে শিশু ১৪০+ ঘণ্টা কাজ করতে পারবে। শিশুর সৃজনশীলতা, ইংরেজির প্রাথমিক পরিচয় এবং শিশুকে বিভিন্ন activity দিয়ে ব্যস্ত রাখা – এই ৩ টি উপকার পাওয়া যাবে এই সিরিজটি থেকে।

Goofi Play with Alphabet সিরিজে এমন ৮ টি বই আছে। প্রথম বইয়ে আছে A-C পর্যন্ত। নিচে B অক্ষর নিয়ে কি কি ধরণের কাজ আছে সেটি দেখানো হল, এবং প্রতিটি পেজে শিশু কি শিখবে সেটি বলা হয়েছে।

Activity books এর প্রথম পৃষ্ঠাটি এমন। একটি পাখি অথবা বল দেখতে আবার তা “B”/ “b” এর মত। এমন করে প্রতিটি Letter এর পরিচয় করানো হয়েছে এক একটি আনন্দময় ছবির মাধ্যমে। যেটা কিনা শিশু নিজে সহজেই আঁকতে পারবে অথবা বাবা-মা এঁকে দেয়ার পর রঙ করতে পারবে।

কি উপকার হবেঃ

এই পৃষ্ঠার ছবিটির মাধ্যমে শিশু প্রথম পরিচিত হবে ইংরেজি বর্ণটির মত দেখতে একটি প্রাণী বা অবজেক্ট এর সাথে। বর্ণটি এঁকে রঙ করতে করতে তার নিজের একটি ভালোলাগা তৈরি হবে ঐ বর্ণটির প্রতি।আর এই ছবিদুটো আঁকা শেষ হলে তাকে উৎসাহিত করুন “B/b” দিয়ে আরও কিছু ছবি আঁকতে। এতে করে তার ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটি আরও বাড়বে।

খেলা দিয়ে একটু চিনিঃ

এবার এই ধাপে শিশুরা মেইজ গেইম খেলবে যেটা কিনা “B” এর উপর ডিজাইন করা। Baloon এবং Bananna এমন আরও দুইটি “B- Word” এর সাথে তারা পরিচিত হবে।মেইজটি পুরোটি খেলার সময় পেন্সিল দিয়ে যখন “B” এর উপর দাগ টানবে তখন আরও একটু করে “B” এর সাথে পরিচিত হবে।

কি উপকার হবেঃ

এই কাজটি করতে যেয়ে শিশু তার মনের অজান্তেই “B” এর সাথে পরিচিত হবে।এই ধাপের শেষে আপনি এবং আপনার শিশু মিলে “B/b” এর উপর আরও কিছু মেইজ ডিজাইন করতে পারেন।এই ধরণের মেইজ খেলার মাধ্যমে শিশুদের ব্রেইন এর এক্সারসাইজ হয়।

দেখিতো আমি চিনি কিনা?

এবার শিশুরা পুরো ছবি থেকে কোথায় কোথায় “B/b” আছে তা খুঁজে বের করবে। বের করে আলাদা করে রঙ করবে। খুঁজে বের করার পর পুরো ছবিটিও রঙ করবে।আপনার শিশু কি এরই মধ্যে “B/b” চিনে ফেলেছে কিনা তার ছোটখাট একটি প্রমাণ আপনি পেয়ে যাবেন এই খেলাটির মাধ্যমে। অনেক সময় শিশুরা চিনতে পারলেও অন্যান্য অক্ষরগুলোকে রঙ করতে চাইবে।সেক্ষেত্রে তাকে কি করতে হবে এই পৃষ্ঠায় তা অবশ্যই ভালোভাবে বুঝিয়ে বলবেন।

কি উপকার হবেঃ

এই প্রথমবার সে অনেকগুলো অক্ষর একসাথে দেখছে। অনেকগুলো অক্ষরের মাঝে সঠিক জিনিসটি সে খুঁজে পাচ্ছে কিনা তা আপনি বুঝতে পারবেন এই খেলার মাধ্যমে।আর আপনার শিশু ইন্সট্রাকশন ফলো করে কিনা সেটাও বুঝতে পারবেন। খেলাটি শেষ করার পর বড় একটি কাগজে অনেকগুলো “B/b” এঁকে সেখান থেকে খুঁজে বের করতে বলবেন।

আমি আঁকি আমার “B/b”:

এই পৃষ্ঠায় শিশুরা ডটগুলোকে কানেক্ট করে “B/b” আঁকবে। আঁকার পর সেটাকে রঙ করবে। চোখ-মুখ দেয়া আছে ছবিগুলোর। আপনার শিশু চাইলে এদের গায়ে হাত-পা সবই এঁকে দিতে পারে।

কি উপকার হবেঃ

যেহেতু আপনার শিশু এখনো লিখা শিখে যায়নি তাই এভাবে ডটগুলো কানেক্ট করে যখন আঁকবে তখন তার মাঝে আত্মবিশ্বাস বাড়বে। সে নিজেও চাইলে লিখে ফেলতে পারবে এতটুকু আত্মবিশ্বাস গড়ে উঠাটা খুব জরুরী। ডট কানেক্ট করে অক্ষর লিখার প্র্যাকটিসটা আপনি তাকে বিভিন্য রকমের কাগজে করাতে পারেন।

নিজে নিজে লিখিঃ

এবার “B/b” নিজে নিজে লিখার প্র্যাকটিস করবে আপনার শিশু।কিছু দাগ টেনে দেয়া আছে সে দাগে কিভাবে লিখবে তা দেখে লিখবো ।

কি উপকার হবেঃ

এমন দাগ বরাবর প্র্যাকটিস করলে আপনার শিশু লিখা শিখবে। এমন দাগ কেটে লিখলে লিখাগুলো সুন্দর হবে এবং অক্ষরটি কিভাবে কোন কোন বর্ডার লাইনে লিখতে হবে সে ব্যাপারেও ধারনা হবে।

চলো খেলি “আমি কে?” খেলা

আগের একটি খেলায় আপনার শিশু খেলেছে খুঁজে বের করার খেলা। এই খেলায় বিভিন্য অক্ষর দেয়া আছে আর ডটগুলোও শুধু “B/b” তে না থেকে অনেকগুলো অক্ষরে আছে। শুধুমাত্র “B/b” খুঁজে বের করে সেই ডটগুলো কানেক্ট করলে একটি সম্পুর্ণ ছবি ফুটে উঠবে। প্রতিটি অক্ষরের জন্যই এমন কিছু ধারণা করার প্রশ্ন দেয়া আছে।

কি উপকার হয়ঃ

প্রথমেই প্রস্নগুলো করুন আপনার শিশুকে। যদি সে প্রশ্ন শুনেই উত্তর দিতে পারে এবং সে অনুযায়ী ছবিটি এঁকে ফেলতে পারে তবে আপনার শিশুর লজিক্যাল রিজনিং অনেক ভালো । এবং এমন খেলাতে লজিক্যাল রিজনিং আরও ভালো হয়।

বিভিন্ন দলে ভাগ করিঃ

এই খেলাটা অনেকটা দলে ভাগ করার মত খেলা।অনেকগুলো মৌমাছি থেকে কারা “B” দলের তাদেরকেই শুধু “B” এর কাছে নিয়ে যেতে হবে। অন্যরা যাবেনা। অক্ষরটি আরও ভালোভাবে চিনতে এই ধরনের খেলা সাহায্য করে।

কি উপকার হয়ঃ

আপনি আপনার শিশুর সাথে বসে এমন আরও কিছু দলে ভাগ করা গেইম বানিয়ে খেলতে পারেন। এতে অক্ষরটিকে চিনতে আরও সুবিধা হবে। এবং যাদের “B/b”, “D/d” এই ধরনের অক্ষরগুলো চিনতে অসুবিধা হয় তাদের জন্যও এই খেলাটি উপকারে আসে।

রঙ করে বের করিঃ

অনেক হিজিবিজি দাগ দেয়া আছে। শুধুমাত্র “B/b” অক্ষরগুলো রঙ করলেই একটি পরিপূর্ণ ছবি ফুটে উঠবে। এখানে একই সাথে শিশুকে অক্ষরটি চিনতে হবে, চিনে সেটিকে আলাদা করতে হবে এবং ভিন্ন সব রঙ করতে হবে।

কি উপকার হবেঃ

এই খেলাটি খেলতে যেয়ে শিশুকে একই সাথে চোখ এবং হাতের কাজ করতে হচ্ছে এবং রঙ করতে যেয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে। “Brain exercise and Eye hand coordination” এর পারফেক্ট একটি উদাহারণ এটি। শিশুদের “Self Control” বাড়ে এই ধরনের কাজে।

আমি আছি, কোথায় আছি, চলো খুঁজি

পুরো একটি ছবি। এখন থেকে শিশুকে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় “B-Word” আছে। Box, baloon, butterfly এমন আরও অনেক কিছু আছে এই ছবিতে।সেগুলোকে খুঁজে বের করে রঙ করতে হবে।

কি উপকার হবেঃ

এই খেলাটি খেললে শিশুর একই সাথে বর্ণ এবং সেই বর্ণ দিয়ে যে শব্দ তৈরি হয় তা সম্পর্কে ধারণা হবে। সে প্রতিটি শব্দ সম্পর্কে শিখবে ছবির মাধ্যমে।

শিশুরা শেখে ছবি আর খেলার মাধ্যমে।প্রতিটি বর্ণই তার কাছে এক একটি ছবির মতো। এক একটি বর্ণ যখন সে খেলতে খেলতে শিখে যাবে এতে তার উৎসাহ আরও বেড়ে যাবে।

মোট ৮ টি বইয়ের সিরিজে সবগুলো বর্ণ নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। পাওয়া যাচ্ছে মাত্র ১২৫০ টাকায়। বইয়ের সিরিজটি অর্ডার করতে পারেন ছবিতে ক্লিক করে ।

“বর্ণ যখন ছবি হল” সৃজনশীলতার হাতেখড়ি
মজায় মজায় গনিত শেখাঃ Goofi Math Series
Close My Cart
Close Wishlist
Close Recently Viewed
Close
Close
Categories