fbpx

শিশুদের বই – বাছাই করা সেরা ২০০ বইয়ের তালিকা

আপনার শিশুর মানসিক বিকাশের কথা বিবেচনা করে আমাদের বাছাই করা ৩-১২ বছর বয়সী শিশুদের জন্য ২০০+ বইয়ের তালিকা। Here is the list of selected Children Book Series for your Kid.

কিছুদিন আগেই সৃজনশীলতা বৃদ্ধিতে শিশুদের গল্পের বই যে কতটা গুরুত্বপূর্ণ সেটি একটা লেখায় তুলে এনেছিলাম। এরপর অনেক অভিভাবক আমাদের কাছে লিখেছেন যে আমরা শিশুতোষ ভালো কিছু বইয়ের একটি তালিকা তৈরি করতে পারি কিনা।

বাংলাদেশের বিভিন্ন স্কুলে লাইব্রেরি তৈরি করার একটি প্রোজেক্ট – ‘পড়ুয়া’ নিয়ে আমরা কাজ করছি গত বছর ধরে। এখন পর্যন্ত প্রায় ৫০০ এর অধিক লাইব্রেরি করা হয়েছে ৫-১২ বছর বয়সী শিশুদের উপযোগী বিভিন্ন ধরণের বই দিয়ে। বিভিন্ন শিশুতোষ প্রকাশনী থেকে বই এনে একটি গাইডলাইন ধরে আমরা লিস্টটি তৈরি করেছিলাম।

প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে নতুন নতুন শিশুতোষ বই। এত হাজার হাজার বইয়ের ভিতর কোন বইগুলো ভালো, কোন বইগুলো শিশুর বয়স এবং তাদের গ্রহণ করার ক্ষমতাকে বিচার করে লেখা হয়েছে সেটি বের করা অথবা জানা অভিভাবকদের জন্য দুরূহ কাজ। কোন বইগুলো আসলে কোন বয়সী শিশুদের উপযোগী করে লেখা? লেখা, ছবি আর বইয়ের মানটাই বা কেমন? অনলাইনে বই কিনতে গিয়ে কিভাবে যাচাই করবেন একজন অভিভাবক?

তাই এই লিস্টটি অনেক অভিভাবকের কাজে আসবে। বইয়ের সিরিজগুলো বয়স অনুযায়ী সাজানো হয়েছে। সিরিজগুলো গুফি (Goofi) এবং আমাদের পার্টনার টগুমগু (togumogu.com) থেকে পাবেন।

প্রতিটি বইয়ের বা বইয়ের সিরিজের নামের নিচেই বই সংখ্যা এবং বয়সের রেঞ্জ দেয়া আছে। বইয়ের সিরিজ পছন্দ করার ক্ষেত্রে অবশ্যই এটা বিবেচনায় নিবেন। বয়স উপযোগী বই না নিলে সেটি আপনার সন্তানের কাজে আসবে না।

লিস্টের শুরুতে আমরা গুফির বইয়ের তালিকা দিয়েছি। এরপর অন্য প্রকাশকদের বইগুলো আনা হয়েছে।

1. Goofi Story Doo- Bangla

বই সংখ্যাঃ
শিশুর বয়সঃ ৪-১০ বছর

কি আছে এই Children Book সিরিজে?

মোট ৫ টি গল্পের বই নিয়ে তৈরি হয়েছে Goofi Story Doo সিরিজটি। এই বইয়ের সিরিজের মাধ্যমে ৪-১০ বছর বয়সী শিশুদের গল্পের মাধমে আচরণ, নৈতিকতা, মূল্যবোধের বিভিন্ন মেসেজ দেয়া হয়েছে। বইটির ইলাস্ট্রেসন করা হয়েছে ডুডুলের মাধ্যমে এবং শিশুরা নিজেরাও আঁকতে পারবে শেষের দিকে।

সিরিজটি ২টি ভার্সনে পাওয়া যাচ্ছে- বাংলা এবং ইংরেজি

সিরিজটি পাওয়া যাচ্ছে গুফি এবং টগুমগুতে।

অর্ডার লিঙ্কঃ গুফি – Story Doo- Bangla | Story Doo- English

টগুমগু – Story Doo Bangla | Story Doo English

এরপরের সিরিজটির নাম বর্ণগল্প সিরিজ। বাংলা ভাষার ৫০টি অক্ষরকে ঘিরে মোট ৯টি গল্পের বইয়ের সিরিজ প্রকাশ হচ্ছে। প্রতিটি সিরিজে ৫-৬টি অক্ষরকে ঘিরে নির্দিষ্ট থিমে এক-একটা সিরিজ। এখন পর্যন্ত মোট ৫টি সিরিজ শেষ হয়েছে। প্রতিটি গল্পের বইয়ে এক একটা বর্ণ নিয়ে রয়েছে বিভিন্ন শব্দ, তার অর্থ। ফলে দারুণ একটা গল্পের বই খালি নয়, পাশাপাশি শিশুদের শব্দভান্ডার বাড়াতে এবং বাংলা ভাষা পড়ার ও বোঝার দক্ষতা তৈরিতেও সাহায্য করে গুফির বর্ণগল্প সিরিজ।

২. Goofi বর্ণগল্প সিরিজ – ১

বই সংখ্যাঃ
শিশুর বয়সঃ ৪-৮ বছর

কি আছে এই Children Book সিরিজে?

Goofi Borno Golpo 1 (বর্ণগল্প – ১) সিরিজে বাংলা বর্ণমালার প্রথম ৬ টি বর্ণ (অ, আ, ই, ঈ, উ, ঊ) নিয়ে ৬ টি গল্পের বই রয়েছে। এটি মূলত ৪-৮ বছর বয়সী শিশুদের জন্য উপযোগী। বাংলা ভাষায় শিশুদের বিভিন্ন বর্ণ, শব্দের পাশাপাশি প্রতিটি অক্ষর দিয়ে তৈরি এই গল্পগুলোতে নৈতিকতা এবং মূল্যবোধের মেসেজ রয়েছে যেন শিশুদের মধ্যে এই গুণগুলো তৈরি হয়।

সিরিজটি পাওয়া যাচ্ছে গুফি এবং টগুমগুতে।

অর্ডার লিঙ্কঃ Goofi | ToguMogu

বর্ণগল্প সিরিজ – ১

৩. Goofi বর্ণ গল্প সিরিজ – ২

বই সংখ্যাঃ
শিশুর বয়সঃ ৪-৮ বছর

কি আছে এই Children Book সিরিজে?

Goofi Borno Golpo – 2 (বর্ণগল্প – ২) সিরিজে বাংলা বর্ণমালার ৫ টি বর্ণ (ঋ, এ, ঐ, ও, ঔ) নিয়ে ৫ টি গল্পের বই রয়েছে। এটি মূলত ৪-৮ বছর বয়সী শিশুদের জন্য উপযোগী। বাংলা ভাষায় শিশুদের বিভিন্ন বর্ণ, শব্দের পাশাপাশি প্রতিটি অক্ষর দিয়ে তৈরি এই গল্পগুলোতে নৈতিকতা এবং মূল্যবোধের মেসেজ রয়েছে যেন শিশুদের মধ্যে এই গুণগুলো তৈরি হয়।

সিরিজটি পাওয়া যাচ্ছে গুফি এবং টগুমগুতে।

অর্ডার লিঙ্কঃ Goofi | ToguMogu

বর্ণ গল্প সিরিজ – ২

৪. Goofi বর্ণ গল্প সিরিজ – ৩

বই সংখ্যাঃ
শিশুর বয়সঃ ৪-৮ বছর

কি আছে এই Kids Story Books সিরিজে?

গুফি’র ‘বর্ণগল্প সিরিজ – ৩ (Goofi Borno golpo 3) এ মোট পাঁচটি গল্প আছে। ৪ থেকে ১০ বছর বয়স উপযোগী এই গল্পগুলো শিশুর প্রবলেম সলভিং স্কিল (Problem solving skill) বাড়িয়ে তুলবে। এবং এর গল্পে শিশু পরিচিত হবে বিখ্যাত চরিত্রের সাথে। আর ক, ঘ এবং ঙ এর গল্প শিশুকে নিয়ে যাবে কল্পনার জগতে।

গুফি শিশুদের জন্য তৈরি করে মজার সব বই। গুফি’র বই আপনার শিশুকে নৈতিক এবং সৃজনশীল হতে সাহায্য করবে।

বইগুলোর নাম:
১। ক এর গল্প – কচ্ছপের জুতা
২। খ এর গল্প – খনার খরা জয়
৩। গ এর গল্প – শূন্য এলো গোণায়
৪। ঘ এর গল্প – সূর্যের ঘড়ি
৫। ঙ এর গল্প – ব্যাঙাচি বাঁচাও অভিযান

সিরিজটি পাওয়া যাচ্ছে গুফি এবং টগুমগুতে।

অর্ডার লিঙ্কঃ Goofi | ToguMogu

বর্ণ গল্প সিরিজ – ৩

৫. Goofi বর্ণ গল্প সিরিজ – ৪

বই সংখ্যাঃ
শিশুর বয়সঃ ৪-৮ বছর

কি আছে এই Kids Story Books সিরিজে?

গুফির ‘বর্ণগল্প সিরিজ – ৪’ (Goofi Borno golpo 4) এ মোট পাঁচটি গল্প আছে। ৪ থেকে ১০ বছর বয়স উপযোগী এই গল্পগুলো মূল ফোকাস শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানো। Goofi এর বর্ণগল্প সিরিজের ৪ নাম্বার সিরিজ এটি। এখানে চ, ছ, জ, ঝ, ঞ অক্ষরগুলোকে ঘিরে ৫ টি গল্প তৈরি করা হয়েছে।

বইগুলোর নাম:
১। চ এর গল্প – কবি চিতাবাঘ
২। ছ এর গল্প – ছবি আঁকিয়ে টিয়া
৩। জ এর গল্প – সুখী মানুষের জামা
৪। ঝ এর গল্প – ঝাঁসির রাণী
৫। ঞ এর গল্প – আকাশে উড়েছি যেদিন

প্রতিটি গল্প একজন মূল চরিত্রকে ঘিরে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিশুরা সেই গল্পের ঘটনা, চরিত্রের বিভিন্ন কাজকে দেখে বুঝতে পারে কিভাবে তারা আত্মবিশ্বাসের সাথে কোন একটা জটিল সমস্যাকে মোকাবেলা করেছে বা সমাধান করেছে।

গুফি শিশুদের জন্য তৈরি করে মজার সব বই। গুফির বই আপনার শিশুকে নৈতিক এবং সৃজনশীল হতে সাহায্য করবে।

সিরিজটি পাওয়া যাচ্ছে গুফি-তে (goofibooks.com)

অর্ডার লিঙ্কঃ Goofi | Togumogu

বর্ণ গল্প সিরিজ – ৪

৬. Goofi EI Series

বই সংখ্যাঃ
শিশুর বয়সঃ ৪-৮ বছর

কি আছে এই Children Story Book সিরিজে?

Goofi EI Series বাংলা ভাষায় প্রকাশিত শিশুদের আবেগিয় দক্ষতা বাড়ানো নিয়ে তৈরি প্রথম সিরিজ। এই সিরিজের মূল লক্ষ্য শিশুদের আবেগ নিয়ন্ত্রণ, অন্যর আবেগ-অনুভূতি বুঝতে সাহায্য করা এবং তাদের নিজেদের উপর আত্মবিশ্বাস তৈরি করা। আর সেটাই করা হয়েছে ৫ টি দারুণ গল্পের বইয়ের মাধ্যমে।

১। বুদবুদ ছড়ানো ড্রাগনের গল্পে একটা ছোট্ট ড্রাগন নিজের স্বতন্ত্র হওয়ার ব্যাপারে খুঁজে পায়।

২। সবার প্রিয় বিয়োগ বইয়ে দেখা যায় কিভাবে সবার অপ্রিয় বিয়োগ প্রিয় হয়ে উঠে।

৩। আত্মবিশ্বাসী টিয়া বইয়ে টিয়া কিভাবে বিভিন্ন পরিস্থিতি সামাল দেয় এবং নিজের আবেগকে ভালো দিকে চালিত করে।

৪। এডির অভিমানী বন্ধুরা বইয়ে ছোট্ট খরগোশ ছানা এডি বুঝতে শিখে তার রঙপেন্সিল বন্ধুদের বিভিন্ন কষ্ট এবং অভিযোগ নিয়ে।

৫। গল্পের এপিঠ ওপিঠ বইয়ে দেখা যায় প্রতিটি গল্পের বা ঘটনার দুটি দিক থাকে এবং সোফিয়া ও ডোডো কিভাবে নিজেদের দুই পক্ষের ঘটনাকে দেখছে।

সিরিজটি পাওয়া যাচ্ছে গুফি-তে (goofibooks.com)

অর্ডার লিঙ্কঃ Goofi EI Series

Goofi EI Series

 

৭. Goofi Banglar Guptodhon

বই সংখ্যাঃ
শিশুর বয়সঃ ৮-১২+  বছর

কি আছে এই Children Book সিরিজে?

“বাংলার গুপ্তধন’ (Goofi Story Book- Banglar Guptpdhon) সিরিজের এই বইটি ইতিহাসের উপর ভিত্তি করে গল্পের মতো করে তুলে ধরা হয়েছে।সিরিজটিতে মোট ৫ টি বই থাকছে।

১. আমাদের রেডিওযোদ্ধা : ‘আমাদের রেডিওযোদ্ধা’ সেই সুপারহিরোদের সাহসের গল্প। যারা গড়ে তুলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। টান টান উত্তেজনা আর রোমাঞ্চে ভরা সত্যিকারের গল্প।

২. স্বাধীন বাংলা ফুটবল দল : এই গল্পটি স্বাধীন বাংলা ফুটবল দল তৈরির সেই রোমহর্ষক কাহিনী। ফুটবল খেলে কিভাবে দেশকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিলেন খেলোয়াড়রা। পৃথিবীর ইতিহাসে এমন গল্প আর দ্বিতীয়টি নেই।

৩ .যেভাবে পেলাম আমাদের নববর্ষ : কিভাবে এলো আমাদের প্রিয় বাংলা নববর্ষ ? – সেটা নিয়ে এই গল্পটি, আজ থেকে প্রায় ৫০০ বছর আগের।

৪ .আমাদের ভূতসমাজ : রঞ্জন নামের ছেলেটির খালি শখ ভূত আর রাক্ষসের গল্প শুনবে। প্রতিদিন মায়ের কাছে বায়না। একদিন মা রাগ করে বললেন, যা আর তোকে গল্প শুনাতে পারবো না। ভাগ্যক্রমে রঞ্জন দেখা পায় তার সমবয়সী আরেক মেয়ে ভূতের। তারপর দুজন মিলে খাতা-কলম নিয়ে বেরিয়ে পড়ে ভূতেদের সাক্ষাৎকার নিতে।

৫ .সবচেয়ে ধনী দেশের গল্প : টাইম মেশিনে করে যদি তুমি আজকে থেকে ৪০০ বছর আগের বাংলাদেশে চলে যেতে, তাহলে কি দেখতে পেতে? তুমি যদি সেই সময়ে জন্মাতে তাহলে কেমন হতো? ৪০০ বছর আগের বাঙলা ছিলো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। কি কারণে সবচেয়ে ধনী দেশ থেকে আমরা হয়ে গেলাম সবচেয়ে গরিব দেশ? টাইম মেশিনে করে ঘুরে আসি চলো সেই সময়ে।

সিরিজটি পাওয়া যাচ্ছে গুফি-তে (goofibooks.com)

অর্ডার লিঙ্কঃ Goofi EI Series

Goofi Banglar Guptodhon

 

৮. Goofi Value Series- English

বই সংখ্যাঃ
শিশুর বয়সঃ ৪-৮ বছর

কি আছে এই Children Book সিরিজে?

Goofi Values Series’ teaches children about important life values in life through wonderful stories, attractive plots, and memorable characters. This 5 book series will help your child to grow as a successful adult with strong morals.

There are 5 books in this series.

  1. Beny the Sweet Syrup: Beny is syrup. He was born in a medicine factory. He noticed that kids don’t like medicine. He protested to do something about it. Because of this, he was thrown out of the pharmacy. How can Benny help the children to love medicine?
  2. Octopus Oliza’s Wish: Oliza is a little octopus. But she doesn’t have eight legs. Other octopuses make fun of her. Oliza’s doctor says, her missing leg will come back on her eighth birthday. Will her wish come true?
  3. Tui The Termite Princess: Tui is the princess of the largest White Ant colony. The king and queen, Tui’s parents, are always worried about her. She is supposed to rule the kingdom one day. But with her carefree attitude, will Tui be able to take responsibility as the future queen?
  4. Erik The Ektara: Erik is an Ektara – a musical instrument with just one string. But he was born with a harsh tone. There is no chance anyone will ever play him. One day, he met an unlikely friend –a penguin, Kenny. And his life changes.
  5. My Eagle Family: Ela, the little vulture, is adopted by an Eagle family. Everything was going great till she got to school. Other birds made it very clear that she doesn’t belong here. What should Ela do? Go back to her vulture community or stay with her adopted family?

সিরিজটি পাওয়া যাচ্ছে গুফি-তে (goofibooks.com)

অর্ডার লিঙ্কঃ Goofi Value Series- English

Goofi Value Series- English

৯. দাদার কিচ্ছা

বই সংখ্যাঃ
শিশুর বয়সঃ ৬-১২+ বছর

কি আছে এই Children Book এ? 

ঠাকুমার ঝুলির বাইরেও অনেক বড় একটা গল্পের ভাণ্ডার আছে আমাদের। সেগুলো আমরা অনেকেই ছোটবেলায় শুনেছি দাদা-দাদি বা নানা-নানির মুখে। ছোটবেলায় তাদের মুখে শোনা কিছু গল্প নিয়ে এই সংকলন “দাদার কিচ্ছা” এই যুগের শিশুদের জন্য উপযোগী করে তৈরি করা এই বইয়ে মোট ৮টি গল্প রয়েছে। যারা বাংলাদেশী গল্প চান, তাদের জন্য অবশ্যই কেনা উচিত

গল্পের সূচি: ১. কে বড় পালােয়ান ২. রাজার তিন জামাই ৩. রাক্ষসী রাণী ৪. ঠকবাজ দুই বন্ধু ৫. নাপিতের ছেলের বুদ্ধি ৬. বাঘের ঘরে ৭. সম্পত্তি ভা ৮. বুদ্ধির খেলা

সিরিজটি পাওয়া যাচ্ছে গুফি ও টগুমগুতে

অর্ডার লিঙ্কঃ Goofi Books|| ToguMogu

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে (togumogu.com)

১০. বিদেশি ক্লাসিক রূপকথা সিরিজ

বই সংখ্যাঃ ২০
শিশুর বয়সঃ ৭-১০ বছর

কি আছে এই Children Book সিরিজে?

এবার এসেছে একটু বড়দের সিরিজগুলো। তার প্রথম সিরিজটি এটি। এবং শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

দেশি রূপকথার পাশাপাশি বিদেশি রূপকথার গল্পগুলো শিশুদের মধ্যে অনেক জনপ্রিয়। এই সিরিজে যে গল্পগুলো আছে সেগুলো শুধু ডিজনির গল্প নয়, বরং বিদেশি বিখ্যাত সব শিশুতোষ ২০টি রূপকথার সহজ সংকলন। বিউটি অ্যান্ড দি বিস্ট, সিনডেরেলা থেকে শুরু করে আলিবাবা ও চল্লিশ চোর, এমনকি হেমিলনের বাঁশিওয়ালা ইত্যাদি বিখ্যাত গল্পগুলো এই সিরিজে জায়গা পেয়েছে।

শিশুদের বিদেশি রূপকথার জগতের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য চমৎকার একটি সিরিজ। ডিজনির অ্যানিমেশন মুভিগুলো বইগুলো পড়ার পড়ে দেখলে শিশুরা আরও বেশি মজা পাবে। তাদের কল্পনার সাথে তুলনা করতে শিখবে।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে (togumogu.com)

অর্ডার লিঙ্কঃ বিদেশি ক্লাসিক রূপকথা সিরিজ– বাংলা ।। বিদেশি ক্লাসিক রূপকথা সিরিজ- ইংরেজি

 

১১. দেশি-বিদেশি উপকথা সিরিজ

বয়সঃ ৭-১০ বছর

বই সংখ্যাঃ ১৮

কি আছে এই Children Story Book সিরিজে?

বিশ্ববিখ্যাত শিশুতোষ লেখক-লেখিকাদের লেখা এবং বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশের উপকথাগুলো এবং আমাদের দেশি গল্প যেমন জোলা আর সাত ভূত কিংবা গুপি বাইন বাঘা বাইনের গল্পগুলো চমৎকারভাবে উঠে এসেছে এই সিরিজে। উপকথা বা রূপকথা ছাড়াও রয়েছে ডাইনোসর, বোকা কুমির কিংবা রোবট নিয়ে গল্প। এরকম একটা সিরিজ করার জন্য পাঞ্জেরিকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। যদিও এক কালারের বইগুলো, কিন্তু সাবলিল এবং সহজবোধ্য লেখা এবং মজার সব কার্টুনের সমাহারে দারুণ একটি সিরিজ।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে (togumogu.com)

অর্ডার লিঙ্কঃ দেশি-বিদেশি উপকথা সিরিজ

১২.গল্পের খিচুড়ি সিরিজ   

বয়সঃ ৭-১০ বছর
বই সংখ্যাঃ ১৮

কি আছে এই Children Book সিরিজে?

নামের মতই এটি একটি খিচুড়ি সিরিজ। গল্পে গল্পে নীতিকথা, শিক্ষামুলক গল্প থেকে শুরু করে হ্যামিলনের বাঁশিওয়ালা পর্যন্ত সব আছে এই সিরিজে। আছে বিদেশি শিশুতোষ ছোট গল্পের সহজ অনুবাদ, আছে ইমদাদুল হক মিলনের শিশুতোষ বই। প্রতিটি বইয়ের ছবিগুলো চমৎকার এবং রঙিন। পাঞ্জেরি প্রকাশনীর বেশ অনেকগুলো বই থেকে বাছাই করে এই সিরিজটি বানানো হয়েছে।

যেসব শিশুরা এখন ক্লাস ২ বা ৩ তে উঠেছে তাদের জন্য একটু বড় আকারের গল্পের বই শুরু করার জন্য চমৎকার একটি সিরিজ। যেহেতু গল্পের বইগুলোর বিষয়বস্তু এবং লেখক ভিন্ন ভিন্ন, এই সিরিজটি শিশুদের সৃজনশীলতার পাশাপাশি একাডেমিকভাবেও সাহায্য করবে। এই সিরিজটি কিনে নিলে আপনি মোটামুটি ৬ মাসের জন্য নিশ্চিত থাকতে পারেন। যদিও নির্ভর করে আপনার শিশুর পড়ার অভ্যাসের উপর।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে (togumogu.com)

অর্ডার লিঙ্কঃ গল্পের খিচুড়ি সিরিজ

গল্পের খিচুড়ি সিরিজ

১৩. উপেন্দ্রকিশোর রায় সিরিজ

কাদের জন্যঃ ৬-১০ বছর
বই সংখ্যাঃ ২০

কি আছে এই Children Book সিরিজে?

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বাংলার শিশুতোষ গল্পের উজ্জ্বল নাম। টুনটুনি আর রাজার গল্প, পান্তাবুড়ির গল্প, কুঁজো বুড়ির গল্প, শিয়ালপণ্ডিতের গল্প, বাঘ মামার গল্পগুলো আমরা ছোটবেলায় নানা-নানি দাদা-দাদির কোলে শুয়ে বহুবার শুনেছি। অনেকক্ষেত্রেই সেই গল্পগুলো আসলে উপেন্দ্রকিশোরের গল্প বা তার গল্পের একটু আলাদা ভার্শন।

উপেন্দ্রকিশোরের গল্পগুলো নিয়ে বই প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু আমাদের কাছে অবসর প্রকাশনীর ২০টি বইয়ের সিরিজটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সহজ-সরল লেখার সাথে চমৎকার সব ছবির মিশ্রণে পুরোপুরি ৬-১০ বছর বয়সী শিশুদের উপযোগী করে করতে পেরেছে রাফাত প্রকাশনী। অবশ্যই সংগ্রহে রাখার মতো এবং শিশুকে উপহার দেয়ার মতো একটি সিরিজ।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে (togumogu.com)

অর্ডার লিঙ্কঃ উপেন্দ্রকিশোর রায় সিরিজ

উপেন্দ্রকিশোর রায় সিরিজ

 

১৪. ঈশপের নীতিকথা সিরিজ

বয়সঃ ৮-১২ বছর
বইঃ ১০ টি

কি আছে এই Children Story Book সিরিজে?

ঈশপের গল্পগুলো নিয়ে অনেকেই বই প্রকাশ করেছেন। বেশ অনেকগুলো প্রকাশনীর বই ঘেঁটে-ঘুটে আমাদের কাছে এই রাফাত পাবলিকেশন্সের করা সিরিজটি সবচেয়ে ভালো লেগেছে। মোট ১০ টি বই আছে এই সিরিজে। গল্পগুলো মোটামুটি সহজ ভাষায় লেখা এবং ছবিগুলো বেশ ভালো। ঈশপের গল্পগুলোর সাথে শিশুদের পরিচয় করিয়ে দেয়া এবং গল্পের ছলে কিছুটা নৈতিকতার শিক্ষা শিশুকে দিতে চাইলে এই সিরিজটি কিনে ফেলুন।

যদিও আমরা বলছি ৮-১২ বছর বয়সী শিশুদের জন্য উপযোগী, তবে যেসব শিশুর রিডিং স্কিল ভালো তাদের জন্য আরও আগেই কিনে দিতে পারেন। শিশুর বয়স যদি অল্প হয় তবে আপনি নিজেও পড়ে শুনাতে পারেন।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে (togumogu.com)

অর্ডার লিঙ্কঃ ঈশপের নীতিকথা সিরিজ

১৫.মুক্তিযুদ্ধ সিরিজ 

বই সংখ্যাঃ ১০
কাদের জন্যঃ ৮-১২ বছর

কি আছে এই Children Story Book সিরিজে?

১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধে বড়দের পাশাপাশি হাজার হাজার কিশোর-কিশোরী অংশ নেয়। বাঙালী কিশোর-কিশোরীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যে বীরত্ব দেখায় তা রূপকথার অনেক রাজপুত্র-রাজকন্যার বীরত্বকে ম্লান করে দেয়। কিশোর-কিশোরী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বের কাহিনীগুলো নিয়েই এই বইয়ের সিরিজ।

এই সিরিজের বইগুলোর দ্বারা শিশুরা কিশোর-কিশোরী মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে এবং নিজে থেকে জানার আরও আগ্রহ তৈরি হবে। নিজের মাতৃভূমিকে ভালবাসতে প্রেরণা জোগাবে। নিজ দেশের ঐতিহ্য এবং ইতিহাস জানা প্রতিটি শিশুর জন্য গুরুত্বপূর্ণ। এই সিরিজটি কিছুটা হলেও শিশুদের সেদিকে নিয়ে যাবে আশা করি আমরা।

এই সিরিজে মোট ১০ টি বই আছে। আমাদের দেখা শিশুকিশোরদের জন্য মুক্তিযুদ্ধের উপর লেখা সেরা সিরিজ এটি। ৮-১২ বছর বয়সী প্রতিটি শিশুর বাসায় এই সিরিজটি থাকা উচিত।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে।

অর্ডার লিঙ্কঃ মুক্তিযুদ্ধ সিরিজ 

মুক্তিযুদ্ধ সিরিজ 

১৬. ছোটদের প্রজাপতি সিরিজ

বই সংখ্যাঃ ২৮
কাদের জন্যঃ ৩-৫ বছর

কি আছে এই Children Story Book সিরিজে?

ছোটদের প্রজাপতি সিরিজের বইগুলো মূলত শিশুকে পড়ে শোনানো হয়। শিশুকে বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে এবং বইয়ের মাধ্যমে পরিবার, পরিবেশ, বিভিন্ন বিষয়ের পরিচিতি, কাজের পরিচিতি ইত্যাদি বিষয়গুলো জানাতে সিরিজটি উল্লেখযোগ্য। ছোট্ট সোনামনিরা এই সিরিজের বইগুলো পড়া শুনবে এবং ধীরে ধীরে পড়া শিখবে। বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে জানবে এবং বাস্তবে সেগুলোর প্রয়োগ ঘটাতে পারবে। এই উদ্দেশ্যেই বইগুলো তৈরি করা।

WBC প্রকাশিত এই সিরিজে ৫টি স্তরে মোট ২৮টি বই রয়েছে। বইগুলো ৩ থেকে ৫ বছর বয়সী বা প্রি-স্কুলারদের জন্য প্রযোজ্য।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে।

অর্ডার লিঙ্কঃ ছোটদের প্রজাপতি সিরিজ

১৭. প্রজাপতির সিরিজ

বই সংখ্যাঃ ১০
কাদের জন্যঃ ৫-৭ বছর

কি আছে এই Children Story Book সিরিজে?

প্রজাপতি সিরিজের এই বইগুলো শিশুদেরকে নিজের ইচ্ছা ও পছন্দকে বুঝতে শিখতে সাহায্য করবে। কোনটা করা ঠিক আর কোনটা ঠিক নয়, কোনটা করা ভালো আর কোনটা ভালো নয় – এসব সম্পর্কে শিশুর মধ্যে বোধ তৈরি করবে। বইগুলো মূলত বাবা-মা শিশুকে পড়ে শোনাবে। শিশু বইয়ের ছবি দেখে বিভিন্ন বস্তু ও উপাদান সম্পর্কে জানবে। বইগুলো মূলত বিভিন্ন বিষয়ে জানার পাশাপাশি শিশুর ভাষার বিকাশ ঘটাতে সাহায্য করবে। এছাড়াও এই বইগুলো শিশুকে বই পড়ার প্রতি ও নতুন নতুন জিনিস জানার প্রতি উৎসাহিত করবে।

WBC প্রকাশিত এই সিরিজে মোট ১০টি বই রয়েছে। বইগুলো ৫ থেকে ৭ বছর বয়সী বা শিশুদের জন্য প্রযোজ্য।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে।

অর্ডার লিঙ্কঃ প্রজাপতির সিরিজ

প্রজাপতির সিরিজ

১৮. ব্রেইনওয়াশ

বই সংখ্যাঃ ১
কাদের জন্যঃ ৮ থেকে ১২ বছর

কি আছে এই বইয়ে?

সভ্যতার উন্নতির মূলে রয়েছে বিজ্ঞানের অবিস্মরণিয় অবদান। বিজ্ঞান ও এর আবিষ্কার -উদ্ভাবন ছাড়া মানবজীবণ অচল। আর এ অগ্রগতির পথে চলতে হলে আমাদের বিজ্ঞানশিক্ষায় শিক্ষিত হতে হবে। জ্ঞানবিজ্ঞানের জাদুস্পর্শে মানবজীবনণ এখন পালাবদলের চাকায় সওয়ার। প্রাগৈতিহাসিককাল থেকে শুরু করে বর্তমান আধুনিক সভ্যতার পরতে পরতে মানুষ উদ্ভাবন করেছে। প্রতিনিয়ত মানুষের নানামুখী সমস্যার সমাধানকল্পে যেসব মস্তিষ্ক অভাবনীয় সাফল্য ল্যাব করেছে,তাদের অবদান যেমন অনস্বীকার্য তেমনি প্রাতঃস্মরণীয়। তাদের জীবণ ,উদ্ভাবন ও আবিষ্কার সম্পর্কে ‘জ্ঞানবিজ্ঞানের হাজারো প্রশ্নঃ”ব্রেইনওয়াশ” গ্রন্থটি প্রনীত।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে।

অর্ডার লিঙ্কঃ ব্রেইনওয়াশ

১৯. লেটস্ লার্ন ক্রিয়েটিভ সিরিজ

বই সংখ্যাঃ ৭
কাদের জন্যঃ ১ থেকে ৩ বছর

কি আছে এই Children Book সিরিজে?

ডাক প্রকাশিত চমৎকার এই বইয়ের সিরিজটিতে রয়েছে ছবিসহ বিভিন্ন ব্যাক্তি, বস্তু ও প্রাণীর নাম এবং পরিচিতি। সামুদ্রিক প্রাণী, বনের প্রাণী, বিভিন্ন পরিচিত পাখি, গ্রহ-নক্ষত্র, বিভিন্ন মনিষি, পৃথিবীর সপ্তাশ্চার্য – ছবিসহ এই বিষয়গুলো বইয়ের প্রধান বিষয়। বাবা-মায়েরা এসবের সাথে শিশুর পরিচয় করিয়ে দেবে এবং শিশুকে নাম বলতে শেখাবে। ছোট আকৃতির এই বইগুলো মজবুত করে বানানো, ফলে শিশুরা বইগুলো নিয়ে খেলতে পারবে। বইয়ের কোণাগুলো মসৃণ ও রাউন্ড করে দেওয়ায় শিশু বইগুলো ব্যবহারের সময় কোনপ্রকার আঘাত পাবে না। শিশুকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে সিরিজটির কোন জুড়ি নাই।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে।

অর্ডার লিঙ্কঃ লেটস লার্ন ক্রিয়েটিভ সিরিজ

লেটস্ লার্ন ক্রিয়েটিভ সিরিজ

২০. লেটস্ লার্ন প্রি-স্কুল সিরিজ

বই সংখ্যাঃ ৭
কাদের জন্যঃ ৩ থেকে ৫ বছর

কি আছে এই Children Book সিরিজে?

প্রি-স্কুলারদের জন্য অত্যন্ত চমৎকার এই সিরিজে রয়েছে বাংলা বর্ণমালা, ইংরেজি বর্ণমালা, বাংলা ও ইংরেজি সংখ্যা, মজার ছড়া ইত্যাদি। এই বইগুলো শিশু নিজে নিজে পড়বে এবং বাবা সাহায্য করবে। শিশুরা এই সিরিজটি পড়ার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তি হওয়ার দক্ষতা অর্জন করবে। ছোট আকৃতির এই বইগুলো মজবুত করে বানানো, ফলে শিশুরা বইগুলো নিয়ে খেলতে পারবে। বইয়ের কোণাগুলো মসৃণ ও রাউন্ড করে দেওয়ায় শিশু বইগুলো ব্যবহারের সময় কোনপ্রকার আঘাত পাবে না। শিশুকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে সিরিজটির কোন জুড়ি নাই।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে।

অর্ডার লিঙ্কঃ লেটস লার্ন প্রি-স্কুল সিরিজ

২১. বিনো বাংলা

বই সংখ্যাঃ ১
কাদের জন্যঃ ৩ থেকে ৫ বছর

কি আছে এই বইয়ে?

বিনো বাংলা বই হলো শিশুদের বাংলা বর্ণমালা শেখার বই। বইটিতে বাংলা স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ শেখা যাবে। প্রতিবি বর্ণ দিয়ে একটি সহজ শব্দ এবং ছবি রয়েছে। ছবিগুলো অত্যন্ত আকর্ণষীয় হওয়ায় শিশুরা সহজেই বইটির প্রতি আকৃষ্ট হবে। বাংলা বর্ণমালা শেখার ক্ষেত্রে বিনো বাংলা দারুণ সহায়ক। ল্যান্ডস্কেপ আকৃতির এই বইটি মজবুত করে বানানো, ফলে শিশুরা বইটি ইচ্ছামতো ব্যবহার করতে পারবে। বইয়ের কোণাগুলো মসৃণ ও রাউন্ড করে দেওয়ায় শিশু বইগুলো ব্যবহারের সময় কোনপ্রকার আঘাত পাবে না। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাচ্চাদের বিকাশে বইটি সহায়ক হবে। ত্রিমাত্রিক এনিমেটেড উদাহরণের মাধ্যমে বাচ্চাদের বর্ণমালা শিক্ষা হয়ে উঠবে অত্যন্ত রোমাঞ্চকর।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে।

অর্ডার লিঙ্কঃ বিনো বাংলা

বিনো বাংলা

২২. বিনো ইংরেজি

বই সংখ্যাঃ ১
কাদের জন্যঃ ৩ থেকে ৫ বছর

কি আছে এই বইয়ে?

বিনো বাংলা বই হলো শিশুদের ইংরেজি অ্যলাফাবেট শেখার বই। প্রতিবি অ্যলাফাবেট দিয়ে একটি সহজ শব্দ এবং ছবি রয়েছে। ছবিগুলো অত্যন্ত আকর্ণষীয় হওয়ায় শিশুরা সহজেই বইটির প্রতি আকৃষ্ট হবে। বাংলা বর্ণমালা শেখার ক্ষেত্রে বিনো বাংলা দারুণ সহায়ক। ল্যান্ডস্কেপ আকৃতির এই বইটি মজবুত করে বানানো, ফলে শিশুরা বইটি ইচ্ছামতো ব্যবহার করতে পারবে। বইয়ের কোণাগুলো মসৃণ ও রাউন্ড করে দেওয়ায় শিশু বইগুলো ব্যবহারের সময় কোনপ্রকার আঘাত পাবে না। এছাড়াও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাচ্চাদের বিকাশে বইটি সহায়ক হবে। ত্রিমাত্রিক এনিমেটেড উদাহরণের মাধ্যমে বাচ্চাদের বর্ণমালা শিক্ষা হয়ে উঠবে অত্যন্ত রোমাঞ্চকর।

সিরিজটি পাওয়া যাচ্ছে ToguMogu-তে।

অর্ডার লিঙ্কঃ বিনো ইংরেজি

এই মোট ২২ টি সিরিজের ২০০+ টি বইয়ের লিস্ট দেয়া হল প্রাথমিক পর্যায়ে। এরপর আস্তে আস্তে আমরা আরও বিভিন্ন বিষয়ভিত্তিক বইয়ের তালিকা প্রকাশ করবো। আমাদের ইচ্ছা হল মোটামুটি ৫০০ টি বইয়ের তালিকা করা ৩-১০ বছর বয়সী শিশুদের জন্য। অপেক্ষায় থাকুন আরও কিছুদিন।

আর লিস্টের বইগুলো কেনা শুরু করে দিন আজ থেকেই। এই বয়সেই যদি শিশুকে বইয়ের প্রতি আকৃষ্ট না করতে পারেন তাহলে ভবিষ্যতে আর হবে না। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে বেশি বেশি বই কিনে দিন।

শিশুদের বই সংক্রান্ত যে কোন তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ

01958636811

children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book, children book.

শিশুদের পছন্দের তালিকায় goofi এর সেরা ৫ সিরিজ
Close My Cart
Close Wishlist
Close Recently Viewed
Close
Close
Categories