fbpx

Kids Time is Back with Kids Time Fair 2023

আবারো আসছে Kids Time Fair! কোভিডকালীণ সময়ে দুই বছর বন্ধ থাকার পর কিডস টাইম আবারো ফিরছে শিশুদের জন্য করা বাংলাদেশের সবথেকে বড় মেলাম কিডস টাইম মেলার তৃতীয় এডিশন, কিডস টাইম ফেয়ার ২০২৩। এবার আসছে আরও বেশি আনন্দ, আরও বেশি সৃজনশীল এক্টিভিটি নিয়ে আপনার ও আপনার শিশুর কাছে।

শিশুদের আনন্দ দেবার মাধ্যমে Creativity, Moral আর Emotional Skills, সাথে সাথে Problem Solving Skills শেখানোর উদ্দেশ্য নিয়েই ২০১৭ তে শুরু হয় Kids Time এর পথচলার গল্প। আর শিশুদের আনন্দ দিয়ে শেখানোর এই চিন্তাকে সব শিশুর মাঝে ছড়িয়ে দিতে আর তাদের এই আনন্দ কয়েকগুণে বাড়াতেই Kids Time Fair 2018 শুরু হয়।২০১৮ সালের সাফল্যের হাত ধরেই পরবর্তীতে ২০১৯ সালেও বাংলাদেশ শিশু একাডেমিতে Kids Time Fair 2019  অনুষ্ঠিত হয়। 

Goofi ও থাকছে এবারের Kids Time Far 2023 তে।

২০১৮ আর ২০১৯ সালে শিশুরা Creative zone এ গিয়ে নিজেদের মন মত করেছে মজার মজার সব Crafting। আবার সাথে সাথে মজা করে দেখেছে Kids Time Fair পাপেট শো, ম্যাজিক শো আর হাসতে হাসতে লুটিয়ে পড়েছে। বড় হয়ে শিশু কি হতে তাও লিখেছে ‘ইচ্ছেটিভি’-তে। 

আর এই আনন্দ দেওয়ার Tradition টাকে বজায় রাখতেই আগামী ২০ ও ২১ জানুয়ারী Kids Time Fair 2023 অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ শিশু একাডেমি’-তে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। সব শিশুর জন্যই উন্মুক্ত Kids Time Fair। মেলার জন্য রেজিস্ট্রেশন করতে পারছে ৩ থেকে ১২ বছর বয়সী শিশুরা। এছাড়াও স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠান গুলোও করতে পারবেন রেজিস্ট্রেশন এখন থেকেই।

শিশুদের আনন্দ ও সৃজনশীল উপায়ে বাংলা শেখানোর বইয়ের সিরিজ
Choosing toys for children: Considerations for Parents
Close My Cart
Close Wishlist
Close Recently Viewed
Close
Close
Categories