নতুন আদলে বইমেলা ২০২৩

শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩। বরাবরের মতো এবারও বাংলা একাডেমি নানারকম পরিবর্তন ও পরিবর্ধন আনছে বইমেলার আঙ্গিক কাঠামোতে। সোহরাওয়ার্দী উদ্যান সাজছে নানা রঙের আর আকৃতির নান্দনিক সব স্টলে। দেশের প্রায় সব প্রকাশক অংশ নিচ্ছে বইমেলায়। ফ্রেব্রুয়ারির ১ তারিখ থেকে তারা বসবেন বইয়ের পসরা সাজিয়ে।

গুফিও যোগ দিচ্ছে বইমেলায়। গুফিকে পাওয়া যাবে শিশু চত্ত্বরে। তবে গত বই মেলায় শিশুচত্ত্বর যেখানে ছিলো, এবার ঠিক সেখানে থাকছে না। মেলা প্রাঙ্গণকে আরও নান্দনিক করতে বাংলা একাডেমি শিশু চত্ত্বর সরিয়ে নিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ দিকে, রমনা কালী মন্দিরের পাশে।

মেট্রোরেলের কারণে এবার মেলার প্রধান গেটেও পরিবর্তন আসছে। গতবছর প্রধান গেট ছিলো টিএসসির পাশে। এবার মেলার প্রধান গেট নির্ধারণ করা হয়েছে রমনা কালিমন্দিরের গেট, বাংলা একাডেমির মূল গেটের ঠিক উল্টোপাশে।

এতে অবশ্য সুবিধাই হয়েছে। মূল গেট দিয়ে প্রবেশ করলেই হাতের ডানে পড়বে শিশু চত্ত্বর। ত্রিভূজ আকৃতির শিশু চত্ত্বরে এবার থাকবে মোট ৬৯ টি স্টল। এর মধ্যে থাকবে গুফিও। আনন্দের সংবাদ হলো, এবারের বইমেলায় বাংলা একাডেমি গুফিকে ডাবল-স্টল বরাদ্দ দিয়েছে। স্টল নম্বর ৬৫৩ এবং ৬৫৪।

BORNOGOLPO-5 BRINGS BEAUTIFUL STORIES ON GOOD BEHAVIOR
Nurturing Healthy Habits: Goofi and Shokti Join Forces in the “School Nutrition” Campaign
Close My Cart
Close Wishlist
Close Recently Viewed
Close
Close
Categories